বাংলাদেশ রুদ্র পাল সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় ও জেলা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ

চট্টগ্রাম : বাংলাদেশ রুদ্র পাল সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় এবং জেলা কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর শ্রী অর্ধেন্দু বিকাশ রুদ্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের মহাসচিব শ্যামল কান্তি পালিত। বক্তব্য রাখেন বাংলাদেশ রুদ্র পাল সমিতির মহাসচিব মিলন কান্তি রুদ্র, ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র রুদ্র্র পাল, ডাঃ রাজ মোহন পাল, অধ্যক্ষ নারায়ণ পাল, পুর্ণেন্দু বিকাশ রুদ্র, পীযুষ কান্তি রুদ্র, হারাধন চন্দ্র পাল।

উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলীর সদস্য গোপাল পাল, সুনীল পাল, সুধীর পাল, ভবরঞ্জন পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাংগঠনিক সচিব আশীষ কুমার রুদ্র। সভার প্রারম্ভে পবিত্র গীতা পাঠ করেন সুকুমার রুদ্র (চেচুরিয়া)। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাধন বিকাশ পাল, অমল রুদ্র, স্বপন রুদ্র, অঞ্জন রুদ্র, দীপক চন্দ্র পাল, গোপাল কৃষ্ণ রুদ্র, তাপস কুমার পাল, দিবাকর পাল, সুশান্ত রুদ্র, মিলন রুদ্র (ফতেপুর), ললিত রুদ্র, লিটন রুদ্র, সানন্দ রুদ্র, রঞ্জিত রুদ্র (কালিপুর), কমলেন্দু রুদ্র, বিভাগ রুদ্র প্রমুখ।

সমিতির চেয়ারম্যান মহোদয়কে শপথ বাক্য পাঠ করান সমিতির উপদেষ্টা সুধীর রঞ্জন পাল। কেন্দ্রীয় ও জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর শ্রী অর্ধেন্দু বিকাশ রুদ্র। অভিষেক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সমিতির চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর শ্রী অর্ধেন্দু বিকাশ রুদ্র। স্বাগত বক্তব্য রাখেন সমিতির মহাসচিব শ্রী মিলন কান্তি রুদ্র। প্রধান অতিথি শ্যামল কান্তি পালিত মহোদয় দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সমিতিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান পুর্ণেন্দু বিকাশ রুদ্র।

শেয়ার করুন