আনোয়ারায় আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদের অভিষেক
ভেদাভেদ ভুলে প্রতিমন্ত্রী জাবেদ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে

আনোয়ারায় আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চেয়ারম্যান মো. সোলেমান, মাঈনুদ্দিন খান পিন্টু ও ওসমান গণি রাসেল। ছবি : প্রতিনিধি

চট্টগ্রাম : আনোয়ারায় আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদের ঈদ পুনর্মিলনী, অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুরস্থ সংগঠন কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান। প্রধান বক্তা ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য মাঈনুদ্দিন খান পিন্টু। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা এএইচএম ওসমান গণি রাসেল।

সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আলম, বৈরাগ ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু শামা, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, আনোয়ারা উপজেলা যুবলীগের সহসভাপতি আখতারুজ্জামান খান, নুরুল আবছার শাহ, সহসম্পাদক এম এ ছবুর, যুগ্ম সম্পাদক এম এ মান্নান মান্না, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও পাঠাগার সম্পাদক সালাউদ্দিন সারো, এনামুল হক সুমন, অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম সুমন, ক্রীড়া সম্পাদক এম এ রহিম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মহিউদ্দীন, বারশত ইউনিয়ন যুবলীগ নেতা আবদুল হালিম, যুবলীগ নেতা এসকান্দর, আবদুর রহমান, আবদুল হান্নান, এনামুল হক, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আবুল মনছুর, এয়াছিন ছোটন, আবছার, মোজাফ্ফর , সাহেদ, নন্দন, আরজু, হাশেম রেজা, ফোরকান, মুজিব, আসিফ, এরফান আলী, সোহেল, ফরহাদ, চৌধুরী আকতার, খোরশেদ, মানিক, ইমরান হোছাইন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল ভেদাভেদ ভুলে প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে। আনোয়ারায় চলমান উন্নয়ন কার্যক্রমগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। আর এ কাজ করতে হবে ছাত্রলীগের নেতাকর্মীদের। কারণ তারাই আগামী দিনে এ দেশের নেতৃত্ব দেবে।.