বেনাপোলে ৮ স্বর্ণেরবারসহ দুই যাত্রী আটক

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস থেকে সাড়ে ৮শ’ গ্রাম ওজনের আটটি স্বর্ণেরবারসহ দুই যাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা তাদের আটক করেন।

আটক স্বর্ণ পাচারকারীরা হলেন- শরিয়তপুরের জাজিরা উপজেলার বারাকালনগর গ্রামের আকবার শেখের ছেলে সুজন মিয়া (৩০) ও মাদারীপুরের আব্দুল রহিম মোল্লার ছেলে জনি মোল্লা (২৮)।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে বের হওয়ার পথে তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ৮টি স্বর্ণেরবার জব্দ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

শেয়ার করুন