চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, লাঠিচার্জ

চকবাজার থানাধীন চট্টগ্রাম কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনকে কেন্দ্র করে ফের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগের পাঁচ কর্মী আহত হয়।

সোমবার (১৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসাইন জানান, নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে ব্যানার টাঙানো নিয়ে রোববার (১৫ অক্টোবর) থেকে উত্তেজনা দেখা দিয়েছিল। সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ফের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের মাধ্যমে তাদের কলেজ ক্যাম্পাস থেকে বের করে দেয়। এরপর ছাত্রলীগ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম জানান, পুলিশ বহিরাগতদের ক্যাম্পাসের ভেতরে রেখে সাধারণ শিক্ষার্থীদের লাঠিচার্জের মাধ্যমে বের করে দিলে ছাত্রলীগের পাঁচ কর্মী আহত হন।

শেয়ার করুন