চট্টগ্রামে ‘চাকরী মেলা’ শুরু মঙ্গলবার

চট্টগ্রাম : দেশের শীর্ষ চাকরীর ওয়েবসাইট বিডিজবস ডট কম www.bdjobs.com এর উদ্যোগে আগামী মঙ্গলবার চট্রগ্রাম শহরের এম এ আজিজ ষ্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে শুরু হচ্ছে চট্রগ্রামের সবচেয়ে বড় চাকরী মেলা। দেশী-বিদেশী ৫০ টি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে। ২৫০ এর অধিক লোকবল নিয়োগের উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলো এই মেলায় অংশগ্রহণ করছে।

দুই দিনব্যাপী মেলার প্রথম দিনে (১৬ জানুয়ারী) প্রতিষ্ঠানগুলো তাদের আগে থেকে ঘোষণা করা পদের বিপরীতে চাকরী প্রার্থীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করবে। দ্বিতীয় দিনে (১৭ জানুয়ারী) বাছাইকৃত আবেদন কারীদেরকে অংশগ্রহনকারী প্রতিষ্ঠান সমূহের মানব সম্পদ বিভাগের প্রতিনিধিরা সরাসরি সাক্ষাৎকার গ্রহন করবেন। মেলায় অংশগ্রহণ করতে হলে চাকরীপ্রার্থীদেরকে www.bdjobs.com/jobfair এই লিংকে ফ্রি রেজিষ্ট্রেশান করতে হবে।

চট্রগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার সমন্বয়ক বিডিজবস ডট কমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। তিনি বলেন, চাকরীদাতা এবং সব ধরনের চাকরী প্রার্থীদের মধ্যে সংযোগ সৃষ্টি করার লক্ষ্যে বিডিজবস ডট কম গত ১২ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে চাকরী মেলা আয়োজন করে আসছে।

মোহাম্মদ আলী ফিরোজ আরো বলেন, এটা কোন সাধারন চাকরী মেলা নয়। এখানে প্রত্যেকটি প্রতিষ্ঠান কোন পদে লোক নিয়োগ করবে তা আগে থেকেই প্রকাশ করে এসেছে। চাকরীপ্রার্থীরা এখানে প্রকাশিত পদের বিপরীতেই আবেদন করবে। তিনি আশা করছেন এ মেলার মাধ্যমে ২৫০ এর অধিক চাকরী প্রার্থী তাদের কাঙ্খিত চাকরী পাবেন।

চট্রগ্রামের সব ধরনের চাকরী প্রার্থীদের জন্য চট্রগ্রামের স্থানীয় শীর্ষ প্রতিষ্ঠান সমূহের পাশা-পাশি ঢাকা থেকে অনেক বড় বড় প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে।

চট্রগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দীন মঙ্গলবার সকালে মেলা উদ্বোধন করবেন।

চাকরী মেলা সর্ম্পকিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিডিজবস ডট কম চট্রগ্রাম অফিসের জেষ্ঠ ব্যবস্থাপক মো: জমির হোসেন।

শেয়ার করুন