চট্টগ্রাম : দক্ষিণ জেলা আওয়ামী লীগ আবুধাবী প্রবাসী শাখার উদ্যোগে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আতাউর রহমান খান কায়সারের সুযোগ্য কন্যা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাংসদ বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি’কে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারী) আবুধাবীর ফুটলেন্ড হোটেলের বলরুমে এ সংবর্ধনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশীষ বড়ুয়া সহ-সভাপতি দেলোয়ার হোসেন, মোহাম্মদ মহিউদ্দিন, ইকবাল হোসেন আজিম, বেলায়েত হোসেন হিরো, স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক রেজা।
এতে আরও বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জু, মো: মনছুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ নূর, সংবর্ধিত অতিথি ও সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন কুতুব উদ্দিন বাদশা, উসমান গণি বাবুল, সজীব তালুকদার, লিটন দাস পরে মাননীয় এমপি ওয়াসিকাকে ক্রেস্ট প্রদান করেন সংগঠনের সহ সভাপতি নুরুল আজিম ও মো: মহিউদ্দিন প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।