আনোয়ারায় শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল
বখতিয়ারপাড়া ফুটবল একাদশ পেল চ্যাম্পিয়ন ট্রফি

আনোয়ারায় শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় খেলোয়াড়দের সাথে পরিচিতি হচ্ছেন অতিথিরা। ছবি : প্রতিনিধি

আনোয়ারায় শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) বিকেলে বদলপুরা বন্ধন ক্লাব আয়োজিত এ খেলা মেরিন একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনালে বড়উঠান ফুটবল একাদশ বনাম বখতিয়ারপাড়া ফুটবল একাদশের মধ্যকার খেলায় টান টান উত্তেজনা আর দর্শকদের কানায় কানায় ভরপুরে জমজমাট হয়ে উঠে পুরো মাঠ। খেলায় বড়উঠান ফুটবল একাদশকে ০-১ গোলে হারিয়ে বখতিয়ারপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।

বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আনোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সোয়েব খান। বিশেষ অতিথি ছিলেন বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা মাঈনুদ্দীন খাঁন পিন্টু, আনোয়ারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ এইচ এম ওসমান গনি রাসেল, ইউপি সদস্য মোরশেদ আলম, ইউপি সদস্য মোহাম্মদ মুছা, মেরিন একাডেমির প্রশাসনিক কর্মকর্তা আজিজুল হক, উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সারো, ইউসুফ সরদার, খলিলুর রহমান ও নাছির উদ্দিন প্রমুখ।