বাংলাদেশের যা কিছু অর্জন তা রক্তের বিনিময়ে : প্রধানমন্ত্রী

বিশ্ব দরবারে বাঙালি হিসেবে যে মর্যাদা আমরা পেয়েছি সবই লড়াই এবং রক্তের বিনিময়ে পাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ পর্যন্ত যা কিছু পাওয়া তা রক্ত দিয়েই অর্জিত হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ছেলেমেয়েরা সাহিত্য ও সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে সঠিক পথে এগিয়ে যাবে বলে বিশ্বাস করি। এসময় বাংলা ভাষাকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে প্রকাশকদের তাগিদ দেন তিনি।

তিনি আরো বলেন, ডিজিটাল বইয়ের লাইব্রেরি হাতের নাগালে থাকলেও এখনও হাতে নিয়ে পাতা উল্টে বই পড়াতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। শিক্ষার্থীদের বই পড়তে হবে। পরিবারগুলো তাদের শিশুদের বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার মধ্য দিয়ে তার বিকাশে সহযোগিতা করে।

শেখ হাসিনা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কারণে এখন এই মেলায় আসতে পারি না। বন্দিখানায় পড়ে থাকতে হয়। বই পড়লে অনেক কিছু ভুলে থাকা যায়, জ্ঞান অর্জন করা যায়।

শেয়ার করুন