ভূজপুর সিংহরিয়া ইয়ংষ্টার সোসাইটি গোল্ডকাপ ক্রিকেট টুণার্মেন্ট

ফটিকছড়ি : বৃহস্পতিবার (১ফেব্রুয়ারী) বিকালে ভূজপুর থানাধীন ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন সিংহরিয়া ইয়ংষ্টার সোসাইটি কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ক্রিকেট টুণার্মেন্ট ২০১৮ এর ১ম রাউন্ডের ২য় খেলা ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশন বাংলাদেশ ভূজপুর ইউনিয়ন শাখার সভাপতি এইচ.এম.বেলাল। উদ্বোধক হিসাবে ছিলেন ভূজপুর খেলোয়ার সমিতির সিঃ সহ-সভাপতি মোঃ তারেক আজিজ। বিশেষ মেহমান ছিলেন ফটিকছড়ি নুর একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এইচ.এম.সাইফুদ্দীন, ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শমির দে, বিশিষ্ট ব্যবসায়ী আনছারুল ইসলাম।

সভাপতিত্ব করেন ভূজপুর ইউপি সদস্য মোঃ জাহেদুল আলম। মোঃ ইসমাঈল হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাসেদ, সাধারণ সম্পাদক কামালসহ অতিথিবৃন্দ।

খেলায় অংশ গ্রহণ করে দুই দল সুয়াবিল হাজী আব্দুল করিম স্মৃতি সংসদ বনাম পাটিয়ালছড়ি একতা সংঘ। এতে সুয়াবিল হাজী আব্দুল করিম স্মৃতি সংসদ ১১০ রান নিয়ে জয় লাভ করে।

শেয়ার করুন