মাদক সমাজকে ধ্বংস করছে প্রতিদিন : সেতুমন্ত্রী

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদের চেয়ে মাদক মারাত্মক ভয়ংকর। মাদক সমাজকে দিন দিন ধ্বংস করে দিচ্ছে। জঙ্গিবাদ যেমন কারো বন্ধু হতে পারে না, তেমনি মাদকও কারো বন্ধু হতে পারেনা। মাদকের ভয়াবহতায় আগামী প্রজন্ম ধ্বংস হলে এক ভয়ংকর পরিবেশ সৃষ্টি হবে।

শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা পুলিশ প্রশাসন আয়োজিত ২০ হাজার কমিউনিটি পুলিশিং এর সদস্যদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মাদক নিয়ে কোনো রাজনীতি করা ঠিক হবে না। দল-মত নির্বিশেষে মাদক ও জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে। তা না হলে আমাদের গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নসহ বিভিন্ন কর্মকাণ্ডের পথে অন্তরায় হবে মাদকের ভয়াবহতা।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক। সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. ইলিয়াছ শরিফ। এতে অতিথি ছিলেন এ এইচ এম ইব্রাহিম এমপি, মরশের্দ আলম এমপি, মামুনুর রশিদ কিরণ এমপি, আয়েশা ফেরদৌস এমপি, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম ও প্রধানমন্ত্রীর ব্যক্তি গত সহকারী জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ ও সাধারণ সম্পাদক মিয়া মো. শাহাজাহান প্রমুখ।

পরে ওবায়দুল কাদের নোয়াখালী সার্কিট হাউসে জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিকালে তার নির্বাচনী এলাকায় কোম্পানীগঞ্জ থানার কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন করেন।

শেয়ার করুন