আনোয়ারায় নারী সাংসদ ওয়াশিকা আয়েশা খাঁন
নারীর ক্ষমতায়নে বিশ্বের সর্বোচ্চ স্থানে বাংলাদেশ

আনোয়ারায় মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ওয়াশিকা আয়েশা খাঁন এমপি। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : আনোয়ারায় নারী সাংসদ ওয়াশিকা আয়েশা খাঁন বলেছেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ পর পর তিনবার নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ স্থান অধিকার করেছে। দেশের উন্নয়নে নারী-পুরুষ সমানভাবে কাজ করছে। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী যেসব কাজ করেছেন তার তুলনা তিনি নিজেই। বিশ্বের সর্বোচ্চ দশ ক্ষমতাধর রাষ্ট্রনায়কের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম। এ বছরেই বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে ঘোষণা করা হবে।

শনিবার (১০ মার্চ) বিকেলে উপজেলার তৈলারদ্বীপ-বারখাইন মজিদিয়া ছৈয়দিয়া কাদেরীয়া মাদ্রাসা ও এতিমখানার ১৮তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ছৈয়দ আহমদের সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাষ্টার ফজলুল কাদের। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খাঁন সওগাত,ব্যাংকার সরওয়ারুল করিম আজাদ,বারখাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল গাফফার, ইউপি সদস্য আজিজুল হক, ইউপি সদস্য জসিম উদ্দিন, ব্যবসায়ী শেখ মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী বাবুল।

বাদে মাগরিব অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী। এতে প্রধান ওয়ায়েজিন ছিলেন কানাইমাদারী কাদেরীয়া সুন্নিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুজিবুর রহমান আল-কাদেরী। বিশেষ ওয়ায়েজিন ছিলেন হযরত সুমাইয়া (র.) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাদত হোসেন।