মীরসরাইতে স্কুলভবন তৈরি করে দিচ্ছে পিএইচপি

চট্টগ্রাম: মীরসরাই উপজেলায় বদিউল আলম স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রাথমিকভাবে পাঁচ তলা ভবন তৈরি করে দিচ্ছে পিএইচপি পরিবার।

রোববার (২৯ এপ্রিল) সকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের হাতে স্কুলভবন নির্মাণের জন্য চেক তুলে দেন পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বদিউল আলম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক কমিশনার বদিউল আলম, আবুল ফয়েজ, মিরসরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন ও তাজুল ইসলাম।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বৃহত্তর শিল্পগোষ্ঠী হিসেবে পিএইচপি পরিবারের প্রত্যেকটি সদস্য নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশের সেবায় কাজ করে পিএইচপিকে দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপ্রতিষ্ঠানে রূপান্তর করেছে। এ শিল্পপ্রতিষ্ঠানের কর্ণধার শিল্পপতি সুফি মিজানুর রহমানের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক অনেক আগের।

সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, স্কুলভবনসহ মীরসরাইয়ের উন্নয়ন কার্যক্রমে থাকতে পেরে পিএইচপি পরিবার আনন্দিত। ভবিষ্যতে সব রকমের সহায়তা আমরা করবো।

এর আগেও সুফি মোহাম্মদ মিজানুর রহমান মীরসরাইয়ের বিভিন্ন হাসপাতাল, মসজিদ, মাদ্রাসার উন্নয়নের জন্য অনুদান দিয়েছেন।

শেয়ার করুন