ঊনত্রিশে এপ্রিল ট্র্যাজেডী

মাহমুদুল হক আনসারী : ১৯৯১ সালের ২৯ এপ্রিল। গা শিউরে উঠা ভয়াল ২৯ এপ্রিল। দীর্ঘ ২৭ বছর আগের এই দিনে চট্টগ্রামের উপকলীয় এলাকায় নেমে আসে এক বিভিষিকাময় অন্ধকার। ঝড়-জলোচ্ছ্বাসে বিলীন হয়ে যায় বাড়ি-ঘর। লাশের মিছিল কর্ণফুলীর পাড়ে জড়ো হয়। বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ, পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়। তথা প্রাকৃতিক তান্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, চকরিয়া, কুতুবদিয়া মহেশখালী, কক্সবাজারসহ বিস্তীর্ণ উপকলীয় এলাকা।

ফসলী জমি, লবণ শিল্প, মাছের ঘের, সবুজ বাগান, ধ্বংস লীলায় পরিণত হয়। একেক পরিবারের সাত থেকে দশ জন পর্যন্ত নারী-পুরুষ শিশুর মৃত্যু হয়েছিল। কারো পরিবারে সকলেই পানিতে ভেসে গেছে। অনেকের লাশ পর্যন্ত পাওয়া যায় নাই। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া স্বজনদের আহজারীতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। সে এক হৃদয় বিদারক দৃশ্য।

খবর ছড়িয়ে পরে রেডিও, টেলিভিশনে, দৈনিক পত্রিকায়। ব্যাপক প্রচারের কারণে দুনিয়াব্যাপী ব্যাপক আলোচনায় আসে। দেশ বিদেশ হতে এলাকার ক্ষতিগ্রস্থ পরিবার পরিজনের সাহায্যে এগিয়ে আসতে থাকে, সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, এনজিও সংগঠনের ক্ষত-বিক্ষত এলাকার ঘর বাড়ি, স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির সংস্কারে সহযোগিতার হাত বাড়ায়। মানুষ তাদের ঘর বাড়ি আবার সংস্কারের উদ্যোগ গ্রহণ করে।

সরকারী বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা চলতে থাকে। মানুষ আবার তাদের ভিটাবাড়ীতে ঘরবাড়ী তৈরী করে বসবাস করার সংগ্রামে ব্যাস্ত হয়ে পড়ে। তিগ্রস্থ মানুষ ফিরে যেতে চায় তাদের পূর্বের জীবনে। আবার তারা তাদের ব্যবসা বাণিজ্য, চাষাবাদ কর্মজীবন চাঞ্চল্য শুরু করে নতুন জীবন আশা করে। তাদের কর্ম যুদ্ধে সহযোগী হিসেবে অসংখ্যা মানবতাবাদী সংগঠন তাদের সহযোগিতায় এগিয়ে আসে। ফলে তাদের জীবনে ফিরে আসে কিছুটা স্বস্তি। ক্ষতিগ্রস্থ মানুষ পরিবার নিয়ে জীবন যুদ্ধে মেতে উঠে। অসংখ্য স্বজন হারানো বুকফাটা ব্যাথা বেদনা নিয়ে বেঁচে থাকা মানুষ গুলো আজকের দিন আসলেই তাদের বুক ফাটা কান্নার আহাজারী এখানো কাঁনে আসে। তাদের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে যায় তখন। স্বজনদের হারিয়ে অনেকই সংজ্ঞাহীন, বাঁকহীন হয়ে নীরব নিথর হয়ে থাকতে দেখা যায়।

বছর ঘুরে ২৯ এপ্রিল আসলে স্মৃতিতে ঐ টর্নেডোর কথা মনে পড়লে এলাকায় এক হৃদয় বিদারক অবস্থার তৈরী হয়। বাংলাদেশের উপকূলীয় এলাকা এখনো অরীত, লবণ, মৎস শিল্পের এ এলাকা সমূহের মানুষগুলো ভাল নেই। তাদের জীবন মান উন্নয়নে রাষ্ট্ররে যেভাবে কর্মসূচী থাকার কথা ছিল তা এখনো করা হয়নি। উপকূল এলাকার বসবাসকারী হাজার হাজার মানুষ পরিবার পরিজনের ভাগ্যের পরিবর্তন হচ্ছেনা। এখানে পর্যাপ্ত পরিমাণ আশ্রয় কেন্দ্র নেই। যাতায়াত ব্যবস্থা এখনো অনুন্নত, গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে উপকূলের হাজার হাজার মানুষের রুটি রুজির সঠিক কর্মসূচী বাস্তবায়ন থাকা চাই। তাদের আয় রোজগার যাতায়াত, বিদ্যুৎ, পানি, গ্যাস নিত্য প্রয়োজনীয় চাহিদার দাবী পূরণ করা চাই। এ অঞ্চলের শিা, দীায় পিছিয়ে থাকা জন গোষ্ঠীকে আরো এগিয়ে আনার কর্মসূচী বাস্তবায়ন করতে হবে। খাল-বিল, পাহাড়, পর্বত সংরণ করতে হবে। ঐতিহাসিক স্থাপনা সমূহ সংরনের ব্যাবস্থা থাকতে হবে। মনে রাখতে হবে গ্রাম বাচঁলইে শহর থাকবে, নদী খাল বিল নিয়ে বাংলাদেশ, নদী, খাল বিল, আমাদের রা করতে হবে। এ খাল বিল রা হলে উপকূলীয় হাজার হাজার অনগ্রসর মানুষদের সুখ দু:খের অংশীদার আমাদের হতে হবে।

তাদের উন্নয়নে সমাজ পরিচালকদের দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব পালন করে ঐ সকল উপকূলীয় অরীত মানুষের রায় সঠিক পরিকল্পনার ভিত্তিতে দীর্ঘ মেয়াদী কর্মসূচী বাস্তবায়ন করতে হবে। তাদের পরিশ্রমরে মূল্যায়ন করতে হবে। একই ভাবে তাদের সুখ দু:খ ভালবাসায় রাষ্ট্রকে সঠিকভাবে এগিয়ে আসতে হবে। যে কোন প্রাকৃতিক দুর্যোগের সময় উপকূল ও তার মানুষ যেন সু-রায় থাকে তাই আমাদের চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। তবেই এদিনের ভয়াবহ বুকফাটা কান্না আহাজারী কিছুটা হলেও থামতে পারে। ঐ দিনের নিহত সকল প্রাণ ও আত্মার শান্তি কামনা করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে সকলের সুখ শান্তি প্রত্যাশা করছি।

লেখক: গবেষক, কলামিষ্ট

শেয়ার করুন