ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

আসলাম পারভেজ : হাটহাজারী উপজেলার কাটিরহাট বাজারে ভেজাল পণ্য বাজারজাত ও নোংড়া পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠান থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৮ মে) উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার উননেছা শিউলী অভিযান পরিচালনা করেন। এ সময় হাটহাজারী মডেল থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।

চায়ের দোকান, ফার্মেসী, ডেন্টাল মেডিকেল, মিষ্টির দোকান, মুদির দোকানসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়ম, নোংরা খাবার পরিবেশন ও ভেজাল পণ্য বিক্রয়ের জন্য মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার উননেছা শিউলী বলেন, বিভিন্ন অনিয়ম, নোংরা পরিবেশে খাবার বিক্রয় ও ভেজালের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সামনে পবিত্র মাহে রমজানে যেন দোকানদারার ভেজাল খাবার ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রয় করতে না পারে সে ব্যাপারে আমাদের কঠোর নজরদারী থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন