ফাহমিদার ঈদ উপহার ‘ছুঁই না ছুঁই’

নন্দিত সংগীত শিল্পী ফাহমিদ নবী এ ঈদে নিয়ে আসছেন তার নতুন গান “ছুঁই না ছুঁই”। প্রবাসী সাংবাদিক আ স ম মাসুমের লেখা গানটি সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। ঈদকে সামনে রেখে নিজস্ব ইউটিউব চ্যানেলে শিগগিরই গানটি মুক্তি দেবে লেজার ভিশন।

গানটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পী ফাহমিদ নবী। তিনি বলেন, এ গানটার মধ্যে অন্যরকম আনন্দ-বেদনা আছে। সুরও ভালো হয়েছে। সবমিলিয়ে চমৎকার একটা গান।

তিনি বলেন, শ্রোতাদের জন্য সবসময় ভালো গান উপহার দিতে চাই। এ গানটির পুরো কাজটা শেষ হলে সবার জন্য ঈদ উপহারের কাজটা সার্থক হবে।

সুরকার সুমন কল্যাণ বলেন, গানটির কথা দেখেই মনে হয়েছিলো এটা ফাহমিদ নবী ভালো গাইবেন। তাই সুর করার সময় এটা মাথায় নিয়েই করেছি। আশা করছি গানটি শ্রোতামহলে ভালো লাগবে।

শেয়ার করুন