
চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানার শেরশাহ বাংলাবাজার ব্যাংক কলোনী এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় অর্ধশতাধিক বসত ঘর। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা।
রবিবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারানা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, একটি খালিঘর থেকে আগুনের সূত্রপাত হয়।খুব দ্রুতই আগুন ছড়িয়ে পরে। টিনের চালার ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ভিতরে ঢুকতে ভোগান্তিতে পরে। যে কারণে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
স্থানীয়রা জানান, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে ধারনা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের রাস্তা না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়। এসময় বিভিন্ন ঘরের মালামাল চুরির অভিযোগও পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।