গাজীপুর সিটি নির্বাচন: ভোট কেন্দ্রে পৌঁছেছে নির্বাচন সামগ্রী

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট কেন্দ্রে নির্বাচন সামগ্রী পৌঁছে গেছে।

সোমবার (২৫ জুন) সকাল থেকে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপার ও নির্বাচনী মালামাল হস্তান্তর করা হয় বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ জানান।

সিটি কর্পোরেশনটিতে মঙ্গলবার ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

সহকারী রিটার্নি বলেন, মোট ৪২৫টি কেন্দ্রে ২৭৬১টি বুথে ভোটগ্রহণ হবে। প্রতি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং এবং প্রতি বুথে একজন করে সহকারী প্রিজাইডিং এবং দুইজন করে পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট দেবেন সিটি ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন ভোটার।

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন নির্বিঘ্নে করতে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে।