

চট্টগ্রাম : বায়েজিদ বোস্তামি থানা পুলিশ নগরীর আতুরার ডিপো এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ স্বামী- স্ত্রীকে আটক করেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আবুল কালাম (৩০) ও তার স্ত্রী রুবি আক্তার (২৫)।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, আটকদের বাড়ি কক্সবাজারের টেকনাফে। তারা টেকনাফ থেকে ইয়াবা এনে নগরীর আতুরার ডিপোতে বিক্রি করে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।














