লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের কমিটি গঠন

বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ, চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে আনোয়ারা উপজেলা কমিটি গঠন কল্পে সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুলাই) সুগ্রীব মজুমদার দোলনের সভাপতিত্বে আনোয়ারা সদর শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি উৎপল রক্ষিত, উদ্বোধক ছিলেন সুশীল চক্রবর্ত্তী, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক বাবুল দেব রায়, বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক শ্যামল দাশ রানা, অর্থ সম্পাদক প্রদীপ চক্রবর্ত্তী, কার্যনির্বাহী সদস্য সুজিত দত্ত, সাংবাদিক সুজিত কুমার দাশ, বাংলাদেশ জাতীয় গীতা পরিষদের সভাপতি আর. কে দাশ রুপু, পরিমল দত্ত, সুশীল ধর চাঁদু, কৃষ্ণ দাশ।

অনুষ্ঠানে আনোয়ারা উপজেলার ৩৮টি লোকনাথ মন্দিরের সভাপতি, সম্পাদক ও প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশনে সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিভিন্ন মন্দিরের প্রতিনিধি মুক্তিযোদ্ধা সুনীল আইচ, অনিমেষ চৌধুরী, রঞ্জন সেন, কাজল কান্তি দে, মিন্টু কুমার নাথ, প্রদীপ দত্ত কনক, দীপংকর দেব, ডাঃ অরুণ কান্তি দে, যীশু দাশ, কাজল সেন, মিল্টন নাথ, পংকজ দেবনাথ, রণি সিংহ, মিনতী রাণী দে, স্বপ্না চৌধুরী প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে আনোয়ারা উপজেলা কমিটির ঘোষণা পত্র পাঠ করেন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শ্রী বাবুল দেব রায়। এতে সুগ্রীব মজুমদার দোলনকে সভাপতি ও সদীপ দেবনাথ সজীবকে সাধারণ সম্পাদক করে ৩১জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ৭ জন বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সদীপ দেবনাথ সজীব।

অনুষ্ঠান শেষে সকলের মধ্যে অন্ন প্রসাদ বিতরণ করা হয়।

শেয়ার করুন