অস্কার পেতে পারতেন শাহরুখ খান!

সফলতার ঝুলিতে বলিউড কেন্দ্রিক প্রায় সব পুরস্কারই উঠেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের হাতে। তবে সেই স্বীকৃতি ভারতে পেলেও দেশের বাইরে তার জনপ্রিয়তার কোনো কমতি নেই। অনেক সময় বলা হয়, আমেরিকায় তার ভক্তসংখ্যা ভারতের চেয়েও বেশি। সেই প্রমাণ অবশ্য একবার পাওয়া যায়। তার ‘মাই নেম ইজ খান’ ছবিটি তুমুল ব্যবসা করে আমেরিকায়। যা অনেক রেকর্ডই ভেঙে দেয়। এবার সেই ‘মাই নেম ইজ খান’ প্রসঙ্গ নিয়েই শিরোনামে এলেন শাহরুখ।

৬৯ বছর বয়সী বিখ্যাত ‘অ্যালকেমিস্ট’ লেখক পাওলো কোয়েলহো করণ জোহর পরিচালিত ‘মাই নেম ইজ খান’ সিনেমার সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে টুইটারে শাহরুখের অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। সেখানে নিজের ফেসবুক পেইজের একটি স্ক্রিন শটও পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘মাই নেম ইজ খান’ই শাহরুখের একমাত্র ছবি, যা আমি দেখেছি। ছবিটিই যে শুধু দুর্দান্ত তা নয়, শাহরুখের পারফর্ম্যান্স অস্কারযোগ্য ছিল। হলিউডে যদি কিছুটা স্বজনপ্রীতি না হতো তাহলে ‘মাই নেম ইজ খান’-এ পারফর্ম্যান্সের জন্য একাডেমি অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল তার।’

শেয়ার করুন