রক্তভেজা শহীদ বেদিতে জুতা পায়ে তরুণী হাসিমাখা সেলফিতে যুবক
চুপ করো, ওরা জেগে উঠবে

চট্টগ্রাম : ‘সকল সাইনবোর্ড ও ব্যানার বাংলায় লিখতে হবে’-এমন আবেদন ফেরি করছিল উদীচী চট্টগ্রামের ছোট্ট এই শিশু। একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে জুতা পায়ে একগুচ্ছ ফুল হাতে হাসিচ্ছ্বটায় তরুণী। শহীদ বেদি পেছনে ফেলে যুবক নিজের ছবি ধারণে ব্যস্ত-এর নাম সেলফি। এরপর হাতাহাতি, মারামারি। ‘৫২ রক্তস্নাত ভাষা আন্দোলনে শহীদদের প্রতি এ কেমন শ্রদ্ধা নিবেদন ? শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে আসা একজন ভাষা প্রেমিক এভাবেই বর্ণনা করেন তার অনুভূতি। তিনি আক্ষেপ নিয়ে বলছিলেন-চুপ কর তোমরা, শহীদরা জেগে উঠবে।’

নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী তার অসহায়ত্ব প্রকাশ করেছেন এভাবে-আশির দশক কিংবা নব্বইয়ের দশকের মাঝামাঝির পর যেসব প্রজন্ম গড়ে উঠেছে তাদের মধ্যে আমরা একুশ কিংবা মুক্তিযুদ্ধের সঠিক চেতনা জাগ্রত করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।

বাঙালি ছাড়া পৃথিবীর কোন জাতি ভাষার জন্য প্রাণ দেয়নি। ‘৫২ ভাষা আন্দোলন, সর্বত্র বাংলা ভাষা চালুর আন্দোলন, এখনো চলছে। যেকারণে এখনো কোন শিশুর হাতে দেখতে পাই ‘সাইনবোর্ড লিখতে হবে বাংলায়।’ আমরা পিৎজা বার্গারে আসক্ত তরুণ প্রজন্ম পিঠা-পায়েস চিনেন না। ইংরেজি মাধ্যম স্কুলে বাংলা পড়ানো হয় না। বলাচলে আমাদের ব্যর্থতায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসলে পায়ে জুতা, হাসিমাখা সেলফি ধারণে বিচলিত হওয়ার কিছু নেই। বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক ভাষাপ্রেমিক।

যথার্থই বলেছেন ইফতেখার সাইমুল। তিনি বলেন, ‘এজন্যই তারা একুশে ফেব্রুয়ারিতে এসে হাসিমুখে সেলফি তুলে, আবার মারামারিতেও জড়ায়। অথচ ভোরে নগ্ন পায়ে প্রভাতফেরী করে শহীদ মিনারে ফুল দেয়া এটাই একুশের মূল কর্মসূচি। আজকের প্রজন্ম ভুলেই গেছে বোধহয় প্রভাতফেরী কি।’

শেয়ার করুন