নবাগত পুলিশ সুপার আহমার উজ্জামান
মাদকমুক্ত হবে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি

মাদকমুক্ত হবে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি

শংকর চৌধুরী : খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান বলেছেন, মাদকের বিরুদ্ধে পুলিশের মাইনাস টলারেন্স রয়েছে। যত বড় প্রভাবশালী হোক, মাদক উৎপাদন ও বিপণনের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, পুলিশ বিশ্বাস করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের মাধ্যমে, সবুজে ঘেরা পাহাড়ি জনপদ পার্বত্য এ জেলাকে মাদকমুক্ত করা সম্ভব হবে। মাদকের ছোবল থেতে যুব সমাজকে রক্ষা করতে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

রোববার (২৩ সেপ্টেম্বর) সদর থানা প্রাঙ্গণে মাদকের বিরুদ্ধে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মাদক দ্রব্য ধ্বংস করার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় পুলিশের বিভিন্ন অভিযানে জব্দকৃত বাংলা মদ গর্তে ঢেলে ও গাঁজা আগুনে পুড়িয়ে দেয় পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, সাম্প্রতিক সময়ে জেলা সদরের
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫’শ লিটার বাংলা মদ ও ৮ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা করেছে পুলিশ। আদালতের অনুমতিক্রমে জব্দকৃত মদ ও গাঁজা পুড়িয়ে ফেলা হয়।