পোশাক শ্রমিককে উত্যক্ত : এক মাসের কারাদণ্ড যুবকের

চট্টগ্রাম : হাটহাজারীতে পোশাক শ্রমিককে উত্ত্যক্ত করায় এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জুয়েল (১৯) হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় পরিবার-পরিজনের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। তিনি হাতিয়ার মো.মাহবুবের ছেলে।

শুক্রবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে দণ্ডপ্রাপ্ত বখাটে যুবক জুয়েল ওই নারী পোশাক শ্রমিককে উত্ত্যক্ত করে আসছিলেন। তার উত্ত্যক্ত করার মাত্রা এত বেশি ছিল যে, পোশাক শ্রমিক তার কর্মস্থলে যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয় এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।

পুলিশ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শার কালি বাড়ি এলাকা থেকে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আল মামুন জুয়েলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।

এ সময় জুয়েল ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে পোশাক শ্রমিককে উত্ত্যক্ত করার দায় স্বীকার করে। পরে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে আদালত তাকে এক মাসের দণ্ডাদেশ দেন।