গাজীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

গাজীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

আতিকুর রহমান (গাজীপুর) : ‘টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন উপলক্ষে গাজীপুরে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষে জেলা প্রশাসন চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়েছে। পরে জেলা প্রশাসন চত্ত¡র নাট মন্দিরে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ সুলতান মাহমুদ।

রেজাউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ আবু নাসার উদ্দিন, সহকারী প্রকৌশলী আশরাফ উদ্দিন, জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন্নেছা। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ হাফিজা জেসমিন, দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।