হাবিব হত্যার মূল পরিকল্পনাকারীসহ ৫জন গ্রেফতার গাজীপুরে

হাবিব হত্যার মূল পরিকল্পনাকারীসহ ৫জন গ্রেফতার গাজীপুরে

গাজীপুরের টঙ্গীর জামাইবাজারে কিশোর হাবিব হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- হত্যাকান্ডের পরিকল্পনাকারী চাঁদপুর সদর থানার ধলধারবাড়ি এলাকার হারুনুর রশিদের ছেলে সুমন ওরফে সালসা সুমন ওরফে সালসা বাবু (২১), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা চরকাওনা (মুনীরকান্দা) এলাকার বাবুল মিয়ার ছেলে মোঃ ইয়াছিন (১৯), একই জেলার আটরবাড়ি (ফতেহপুর) এলাকার মোঃ ইছহাকের ছেলে ইসমাইল হোসেন মিনহাজ (১৮), ভোলার সফিকুল ইসলামের ছেলে মাছুম (১৮), গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের চান্দের আড়ি এলাকার আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম মুন্না (১৯)।

র‌্যাব জানায়, ১৭ নভেম্বর জামাইবাজারের সন্ত্রাসী সুমন ও কৃষ্ণার নেতৃত্বে হাবিবুর রহমান, রোহান, মোঃ হাসান, মোঃ মাহফুজ, জিসান, সোহেল ও হাফেজ আহমেদ বাবুর ওপর চাপাতি, ছোরা নিয়ে হামলা চালানো হয়। হামলায় হাবিব নিহত ও ছয় জন আহত হয়। এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৫৩ তারিখ ১৮/১১/২০১৮ ইং, ধারা ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/ ৩২৩/৩২৪/৩২৬/৩০২/ ৩৪ দঃ বিঃ।

সোমবার রাত ৩টার দিকে আসামিরা টঙ্গী এলাকায় অবস্থান করছে জানতে পেরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ হত্যাকান্ড সংঘটিত হয়। হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ছিল।