
নরসিংদী প্রতিনিধি : রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ও নীলক্ষায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ আরও দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মেঘনা নদী থেকে কাউসার ও আবদুল হাই নামে দুজনের লাশ উদ্ধার করা হয়। এনিয়ে ওই সংঘর্ষে মোট ৬ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
এর আগে নিহতরা হলেন বাঁশগাড়ি গ্রামের আবদুল্লাহ ফকিরের ছেলে তোফায়েল রানা (১৬) নিলক্ষা ইউনিয়নের বাড়ীগাঁও গ্রামের সোহরাব (৩০) ও একই ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সোবান মিয়ার ছেলে স্বপন (২৭) ও মহরম আলী (৪০)।