নাইটক্লাবে পদদলিত হয়ে ৬জন নিহত, আহত শতাধিক

নাইটক্লাবে পদদলিত হয়ে ৬জন নিহত, আহত শতাধিক

ইতালির একটি নাইটক্লাবে পদদলিত হয়ে অন্তত ছয় ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত শতাধিক। শনিবার দেশটির করনিলাডো শহরের দ্য ল্যান্টার্ন আজ্জুরা ক্লাবে এ ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

স্থানীয় সময় শনিবার রাত ২:০০টার দিকে এই ঘটনা ঘটে। ক্লাবটিতে ইটালির জনপ্রিয় র‍্যাপার এসফেরা এব্বাস্তার একটি কনসার্ট চলছিল। সে কনসার্টে যোগ দিতে সমাগম ঘটেছিল বহু মানুষের।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, অনুষ্ঠানের মাঝখানে ক্লাবে ‘পেপার স্প্রে’ ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। এতে ভেতরে অবস্থানরতরা আতঙ্কিত হয়ে পড়ে ও ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে হতাহতের ঘটনা ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও এ তথ্য নিশ্চিত করা হয়নি।

আহতদের নিকটবর্তী দুই শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

প্রসঙ্গত, ২৬ বছর বয়সী এসফেরা এব্বাস্তার আসল নাম হচ্ছে জিয়োনাতা বসচেট্টি। তিনি ইতালির ব্যবসাসফল সংগীতশিল্পীদের একজন।