চট্টগ্রামে প্রচারণায় জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ
কারাবন্দী শাহাদাতকে ধানের শীষে ভোট দিন

চট্টগ্রামে প্রচারণায় জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনে নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থী কারাবন্দি ডা: শাহাদাত হোসেন এর পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট চট্টগ্রাম শাখা নেতৃবৃন্দ। গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, কারাবন্দী ডাঃ শাহাদাতকে ধানের শীষ প্রতীকে ভোট দিন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে নগরীর জহুর হকার্স মার্কেট, লালদিঘীর পাড়, হাজারী গলি, টেরিবাজার, বদরপট্টিসহ নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক উপসড়কে গণসংযাগ করেন নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ কারাবন্দী ডা: শাহাদাত হোসেনকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এজন্য তারা বিরোধী দলের গণসংযোগে হামলা করছে, প্রশাসনকে ব্যবহার করে নেতাকর্মীদের গ্রেফতার করছে। তারা বুঝে গেছে জনগণ তাদের ভোট দিবে না। মানুষকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। এখন তারা নির্বাচনের দিন কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ৩০ ডিসেম্বর ধানের শীষের পক্ষে রায় দিবে।

চট্টগ্রামে প্রচারণায় জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ

জনগণ আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি চায়, গণতন্ত্র চায়, ভোটাধিকার চায়, মত প্রকাশের স্বাধীনতা চায়। নেতৃবৃন্দ আগামী ৩০ ডিসেম্বর জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার এবং ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহবান জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট চট্টগ্রামের আহবায়ক এড. দেলোয়ার হোসেন চৌধুরী, সচিব এড. নাজিম উদ্দিন চৌধুরী, আবদুস সাত্তার, এড. জহুরুল আলম, এড. এস.ইউ.এম. নুরুল ইসলাম, এড. ফজলুল আমিন, এড. মো: ইসহাক, এড. সোলেমান হায়দার, এড. সিরাজুল ইসলাম চৌধুরী, এড. মাঈন উদ্দিন, এড. সৈয়দ আহমেদ সিকদার, এড. শামসুল আলম, এড. রকি আহম্মদ, এড. শাহাদাত হোসেন, এড. সেলিমা খানম, এড. তাজুল ইসলাম, এড. খুরশিদ আলম, এড. এরশাদুর রহমান টিটু, এড. জায়েদ বিন রশিদ, এড. নুরুল করিম এরফান, এড. অঞ্জন প্রসাদ দে, এড. কবির হোসেন, এড. কাজী মো. হাসান, এড. হাসান কায়েস, এড. আনোয়ার হোসেন, এড. অলি আহম্মদ, এড. ওয়াহেদ হাসান চৌধুরী, এড.মনজুর হোসেন, এড. হাবিব উল্লাহ, এড. হেলাল উদ্দিন বাবু, এড. নাছির উদ্দিন রুবেল প্রমুখ।

শেয়ার করুন