হাটাহাজারিতে সওজের কোটি টাকার জায়গা উদ্ধার

হাটাহাজারিতে সওজের কোটি টাকার জায়গা উদ্ধার

চট্টগ্রাম : জেলার হাটহাজারী উপজেলার নাজিরহাট এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কোটি টাকার জায়গা অবৈধ দখলদারকে উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

আরো পড়ুন : ব্যারিষ্টার নওফেল শিক্ষা উপমন্ত্রী নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, মূল সড়কের পাশে সওজের জায়গায় স্থানীয় এক ব্যক্তি স্থাপনা নির্মাণ শুরু করে। ওই জায়গার মূল্য আনুমানিক মূল্য এক কোটি টাকা। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে অভিযান চালিয়ে জায়গাটি দখলমুক্ত করা হয়।

তিনি আরো বলেন, ‘এ ছাড়া ওই জায়গার পাশে মুক্তিযোদ্ধাদের গোরস্থান রয়েছে। জায়গাটি দখল হয়ে যাওয়ার কারণে গোরস্থানে যাওয়ার পথ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।’

উচ্ছেদ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো:মোরশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম প্রমুখ।