সংস্কার কাজ শেষে, থিয়েটার ইনস্টিটিউটের উদ্বোধন ৭ ফেব্রুয়ারি

থিয়েটার ইনস্টিটিউটের চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন মেয়র

চট্টগ্রাম : সংস্কার কাজ শেষে আগামী ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত থিয়েটার ইনস্টিটিউটের উদ্বোধন করা হবে বলে জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের সংস্কৃতিমনা ও থিয়েটারপ্রেমী মানুষের মিলনকেন্দ্র। এই ইনস্টিটিউটকে ঘিরে বছরের পুরো সময় জুড়ে থিয়েটার কর্মী ও সংস্কৃতি কর্মীরা বিভিন্ন নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চলচ্চিত্র, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এতে করে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গন দেশের অন্যান্য স্থানের ন্যায় ক্রমাগত বিকশিত ও হৃদ্য হচ্ছে। এজন্য থিয়েটার ইনস্টিটিউটকে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) সকালে থিয়েটার ইনস্টিটিউটের চলমান সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে এ কথা জানান মেয়র।

আরো পড়ুন : দ্বিতীয় সন্তানের মা হলেন টিউলিপ সিদ্দিক

মেয়র বলেন, থিয়েটার ও সংস্কৃতি কর্মীদের বসার জন্য প্লাজা নির্মাণ করে ইনস্টিটিউটের সামনের প্রাঙ্গণকে আরও সম্প্রসারিত ও সুপ্রশস্ত করা হবে। আমরা চাই থিয়েটার ইনস্টিটিউট যেন নাট্য ও সংস্কৃতি প্রেমীদের আড্ডা-পদচারণায় মুখরিত থাকে। তবেই আমাদের এই প্রয়াস স্বার্থক হবে।

এ সময় থিয়েটার ইনস্টিটিউটের আর্টিস্টিক ডিরেক্টর ও নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অতি. দায়িত্ব) ঝুলন কুমার দাশ, সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, অসীম বড়ুয়া, ফরহাদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন