স্থায়ী ক্যাম্পাস ইস্যুতে অনড় সরকার, সিদ্ধান্ত ৭ মার্চ

পাঁচ দফা সময় দেয়ার পরও যারা স্থায়ী ক্যাম্পাসে যায়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনড় সরকার। নির্দিষ্ট সময়ের পরও স্থায়ী ক্যাম্পাসে যায়নি-এমন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি, সমাবর্তন ও শিক্ষক নিয়োগ বন্ধ রাখা হবে। একই সঙ্গে প্রেসিডেন্ট কর্তৃক নিয়োগকৃত ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগ বন্ধ করতে প্রেসিডেন্ট কার্যালয়কে সুপারিশ করা হবে। এমন আভাস পেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা চারবার আবেদন করেও শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ পাননি। বাধ্য হয়ে মালিকরা গত ২৭শে ফেব্রুয়ারি ডাকযোগে শিক্ষামন্ত্রীর কাছে একটি চিঠি দেন। স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ার জন্য বেশকিছু কারণ উল্লেখ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

আগামী ৭ই মার্চ আগারগাঁও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ের সমন্বয় সভা ডাকা হয়েছে। সেখানে শিক্ষামন্ত্রী উপস্থিতি থাকবেন। সভায় তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া যায় সেই সিদ্ধান্ত হবে। অন্যদিকে যে কোনো ধরনের ব্যবস্থা নেয়ার আগে মালিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মালিকরা।

সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নিদিষ্ট সময়ে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয়গুলো। অনেকেই জমি কিনেছে, অনেকেই রাজউক অনুমোদনের অপেক্ষায়, কেউ নকশা অনুমোদনের অপেক্ষায় আছেন। কিন্তু সরকারি বিভিন্ন সংস্থার সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতা এবং বিধিমালায় বিভিন্ন শর্তের কারণে পরিকল্পনা অনুযায়ী ভবন নির্মাণ করতে পারছে না। স্থায়ী ক্যাম্পাসে যেতে ব্যাংক ঋণের কোন বিকল্প নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো তাদের জমি বন্ধক রেখেও সেই ব্যাংক ঋণ নিতে পারছে না। কোন ব্যক্তির একক প্রচেষ্টা অখণ্ড জমি উচ্চ মূল্যে কেনে ভবন নির্মাণ করা অত্যন্ত কষ্টসাধ্য। এক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের ধারা সংশোধন করে ক্যাম্পাস নির্মাণের স্বার্থে দেশের প্রচলিত ঋণ গ্রহণের প্রতিবন্ধকতা দূর করা জরুরি। এছাড়াও শিক্ষা কার্যত্রুমের স্থানান্তরে যেটুকু বিলম্ব ঘটে সেই সময়টুকু আইনের বরাদ্দ মেয়াদের সঙ্গে যুক্ত করার দাবি জানান।

এদিকে মালিকদের আরও কোন অজুহাত শুনতে রাজি নয় সরকার। এখন সরাসরি ব্যবস্থা নেয়ার পক্ষে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, কারও সঙ্গে ব্যক্তিগতভাবে আর কথা বলবো না। তাদের অনেক সময় দিয়েছি, আর না। যারা আইনের মধ্যে থেকে শিক্ষা কার্যক্রম চালাতে চান, তারাই থাকবেন। অন্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায় তা নির্ধারণে মিটিং ডাকা হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এর আগে একাধিক প্রোগ্রামে মন্ত্রী বলেন, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনও যাননি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন