জিপিএ-৫ নয়, সুনাগরিক ও নৈতিকতা জরুরি : দিপুমনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

চট্টগ্রাম : ‘জিপিএ-৫ পাওয়া একমাত্র চাওয়া হতে পারে না। আমি ভালো মানুষ হলাম কি না, আমার মধ্যে মানবিকতাবোধ, আমার মধ্যে নৈতিকতা ঠিক মতো আছে কি না, আমি সুনাগরিক হিসেবে গড়ে উঠলাম কি না, সুস্থ, সুন্দর মন নিয়ে বড় হচ্ছি কি না, সেটি কিন্তু জরুরি। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে হলে আমাদের সুনাগরিক লাগবে, সোনার মানুষ লাগবে। এর জন্য শুধু জিপিএ-৫ পাওয়া একমাত্র পথ হতে পারে না। তার সঙ্গে সুস্থ মানুষ চাই। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি বিশ্বস্ত হবে, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে, দেশ, পরিবেশ ও মানুষের অধিকার সম্পর্কে সচেতন হবে তেমন মানুষ গড়ে তুলতে চাই।’

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ৪৮তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী বলেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষা আমাদের সবার জন্যই পরীক্ষা। পরীক্ষার আগে আপনারা কোনো ধরনের অনৈতিক পথে হাঁটবেন না। অনৈতিকতার পথে কখনো ভালো ফল পাওয়া যায় না।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘পরীক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করবে, ঠিকভাবে পরীক্ষা দেবে, ভালো ফলাফল করবে, সেটাই আমরা চাই। কোনো দুর্বৃত্ত যাতে এই প্রক্রিয়াকে নষ্ট করার কোনো অপচেষ্টা চালাতে না পারে।’

আরো পড়ুন: চট্টগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণের কম্বল বিতরণ করলেন মেয়র

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষার আগে প্রশ্নপত্র পাওয়ার ব্যাপারে অভিভাবকদের যেন আগ্রহ না থাকে, চেষ্টা না থাকে। তাতে অপকর্মটি যারা করে তাদের সেই চেষ্টা থাকবে না। প্রশ্নপত্র ফাঁসমুক্ত, নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দর পরীক্ষা যেন হয়।’

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত এই জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ৮০৮ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রামে সমবেত হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমরা যখন তোমাদের বয়সি ছিলাম তখন আমাদেরকে বঙ্গবন্ধুর ছবি দেখতে দেয়নি। আমাদের জাতির জনক সম্পর্কে জানতে দেওয়া হয়নি। তোমাদের বয়সি রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আমরা স্লোগান দিতাম- আমরা সবাই রাসেল হবো, রাসেল হত্যার বদলা নেব।’

তিনি বলেন, ‘তোমাদেরকে দেশের ইতিহাস, জাতির জনক সম্পর্কে জানতে হবে। আমরা শিক্ষা, ক্রীড়ায় এগিয়ে যাব। কিন্তু ইতিহাসও জানতে হবে। খেলাধুলা মানসিক বিকাশ করে। শরীর ভালো থাকলে মন ভালো থাকে। মন ভালো থাকলে পড়াশোনা ভালো হয়।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, চট্টগ্রাম নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার কুসুম দেওয়ান, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কালাম আজাদ, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্যা।

উদ্বোধনী অনুষ্ঠানে বাদ্যের তালে তালে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ শিক্ষার্থী এবং চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মার্চ পাস্ট করে অতিথিদের সালাম জানান। পরে মনোজ্ঞ প্রদর্শনীতে অংশ নেন বিভিন্ন বয়সি শিক্ষার্থীরা। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামে এই প্রতিযোগিতা চলবে।

শেয়ার করুন