কম্বল ও চাল নিয়ে অসহায় মানুষের পাশে রেড ক্রিসেন্ট সােসাইটি

কম্বল ও চাল নিয়ে অসহায় মানুষের পাশে রেড ক্রিসেন্ট সােসাইটি

চট্টগ্রাম : ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে গরিব অসহায় মানুষের মধ্যে কম্বল ও চাল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

বুধবার (২৩ জানুয়ারি) নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।

আরো পড়ুন : এফডিসিতে চোখের জলে বিদায় গানের বুলবুল

এসময় ২৭৪ জন গরিব দুস্থ অসহায় মানুষের মধ্যে ২শ কম্বল ও ২৫ কেজি করে ৭৪ জনকে চাল বিতরণ করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান আবদুচ সালাম, সেক্রেটারি আবদুল জব্বার, সদস্য মঞ্জুরুল হক, সাফকাত জাহান, সালাউদ্দিন, মহসিন, আদনান, যুব প্রধান ইসমাইল খান ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও এ প্রতিষ্ঠানের কার্যক্রম রয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা বিভিন্ন দুর্যোগময় পরিস্থিতিতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানবসেবার জন্য এগিয়ে আসে।

তিনি তাদের এ ধরনের কার্যক্রম যাতে আরও সম্প্রসারিত হয় এ প্রত্যাশা করেন এবং এ ব্যাপারে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান।

শেয়ার করুন