গণতন্ত্রের হাল ধরার প্রত্যয় ঘোষণা গাইডোর

ভেনিজুয়েলার গণতন্ত্রের হাল ধরতে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করবেন বিরোধী নেতা ও স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গাইডো।

আল জাজিরাকে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বিষয় তিনি উড়িয়ে দেন নি। গণতন্ত্র প্রতিষ্ঠাসহ ভেনিজুয়েলা সঙ্কট মোকাবিলায় পাঁচটি মূলনীতি বাস্তবায়ন ঘটাতে চান।

সাক্ষাৎকারে তিনি আরও জানান, ভেনিজুয়েলায় সুশাসন, স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মানবিক সঙ্কটে জরুরি ব্যবস্থা গ্রহণ, নাগরিকদের কর্মসংস্থানের জন্য অর্থনীতিকে সক্রিয় করা এবং ভেনিজুয়েলার গণতন্ত্রকে সামনে এগিয়ে নেয়ার জন্য হাল ধরার প্রত্যয় ঘোষণা করেন তিনি।

উল্লেখ্য, নিজেকে তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকার এক ডজন দেশ, কানাডা ও ইউরোপিয় ইউনিয়ন তাকে স্বীকৃতি দিয়েছে।