সড়ক দুর্ঘটনায় নরসিংদীর চাচা-ভাতিজা প্রাণ হারালেন মদিনায়

সড়ক দুর্ঘটনায় নরসিংদীর চাচা-ভাতিজা প্রাণ হারালেন মদিনায়

এম. লুৎফর রহমান: ওমরাহ করতে গিয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন নরসিংদী শহরের চাচা-ভাতিজা জয়নাল আবেদীন (৭৫) ও নাজিম উদ্দিন (৬০)।

সোমবার (৪ ফেব্রুয়ারি) মদিনায় ওয়াদি আল জিন্নীতে জ্বিনের পাহাড় দেখতে গেলে পিছন দিক থেকে আসা দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরো পড়ুন :
দেশ সেরা জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন
চট্টগ্রামে মাসব্যাপী ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ

পরিবারের পক্ষ থেকে মরদেহ সেখানেই দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। চৌয়ালার সুতা ব্যবসায়ী নাজিম উদ্দিন গত ২২ ফেব্রুয়ারি চাচা জয়নাল আবেদিনকে নিয়ে সৌদি যান। ওমরা পালন শেষে গত সোমবার মদিনায় ওয়াদি আল জিন্নীতে অবস্থিত জ্বিনের পাহাড় পরিদর্শনে যান। মাগরিবের নামাজের কিছু সময় আগে অন্যান্য হাজি ও পথচারীদের সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তারা দুর্ঘটনার শিকার হন। পরিবারের সম্মিলিত সিদ্ধান্তে জান্নাতুল বাকিতে দাফনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জয়নাল আবেদীনের ছেলে মোঃ হানিফ মিয়া।