মূল্য তালিকা না থাকায় ৪ হোটেল-দোকানকে জরিমানা

জরিমানা

বান্দরবান: নাইক্ষ্যংছড়িতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি দোকানে ৬হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে মূল্য তালিকা না থাকায় নাইক্ষ্যংছড়ি উপজেলা রেষ্ট হাউজ এলাকার ৪টি হোটেলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি।

তিনি জানান, মুসাফির হোটেলের মালিক বাদশা মিয়াকে ৩ হাজার ও পর্যটক হোটেলের মালিক শহীদকে ৩হাজার টাকা ২টি দোকানের মালিককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার আইনে তাদের জরিমানা করা হয়েছে। পণ্যের অস্বাভাবিক মূল্য ও খাদ্যে ভেজাল পেলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।

এসময় নাইক্ষ্যংছড়ি থানার এসআই জাফর ইকবাল তার সঙ্গীয় ফোর্স এবং নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, সভাপতি শামীম ইকবাল চৌধুরী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, দপ্তর ও প্রচার সম্পাদক জয়নাল আবদ্দীন টক্কু উপস্থিত ছিলেন।