চবির শাটল ট্রেনে শিক্ষার্থী ছাড়া অন্যদের ভ্রমণ নিষিদ্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে শিক্ষার্থী ছাড়া অন্যদের ভ্রমণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে জাড়ি করা হয়েছে ১০টি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, শাটল ট্রেনে অবৈধ কেউ চড়লে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের নিরাপত্তা বিষয়ে প্রশাসন এ ১০টি নির্দেশনা দেয় বলে জানিয়েছেন সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন।

আরো পড়ুন : দীর্ঘ মানব জিন্নাতের দোকান উদ্বোধন করলেন জেলা প্রশাসক

তিনি বলেন, “বহিরাগত যাত্রী ঠেকাতে এবং শিক্ষার্থীদের চলাফেরার সুবিধার্থে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া ট্রেনের ছাদ-ইঞ্জিন এবং দরজায় না বসতে, চলন্ত অবস্থায় ট্রেনে ওঠা-নামা না করতে, শাটল ট্রেনে আসন সংরক্ষণ ও মালমাল বহন না করতে, ট্রেনে ধূমপান না করতে, শাটল ট্রেন পরিচ্ছন্ন রাখতে এবং কোনো ক্ষতি না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ট্রেন ভ্রমণ বা ট্রেন সংক্রান্ত যে কোনো অভিযোগ ক্যাম্পাসের জিরোপয়েন্টে রাখা বাক্সে জমা দেয়া যাবে।

শেয়ার করুন