৫ কোটি রুপি সম্পদের মালিক রাজনাথ সিং

রাজনাথ সিং

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৫ কোটি রুপি। তার সঙ্গে দেয়া এফিডেভিটে বলা হয়েছে, লোকসভা নির্বাচনে লক্ষ্ণৌআসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরো পড়ুন : নারী উদ্যোক্তাদের বিশেষ ঋণ সুবিধা দিবে ইউসিবি ব্যাংক

২০১৪ সালে তার ও তার স্ত্রীর যৌথ নামে ছিল ২.৯ কোটি রুপি। যা ৫ বছরে বৃদ্ধি হয়েছে প্রায় ৫ কোটি রুপি। এফিডেভিট অনুযায়ী, রাজনাথ সিংয়ের কোনো গাড়ি নেই। আছে একটি ০.৩২ বোরের রিভলবার ও ডাবল-ব্যারেলের একটি বন্দুক।

অনলাইন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে,স্ত্রী ও তার কাছে আছে মোট ৮০০ গ্রাম স্বর্ণ। এর মূল্য প্রায় ২৬ লাখ রুপি।
এভিডেভিট অনুযায়ী, রাজনাথ সিংয়ের অস্থাবর সম্পত্তি ২ কোটি রুপি, স্থাবর সম্পত্তি প্রায় ৩ কোটি রুপি এর মধ্যে ৫টি গ্রাম- ভবউরা, জানিপুর, মুসাহিবপুর, ভগপুর ও বাহেলিয়াপুরে প্রায় ৫ হেক্টর জমি রয়েছে তার। তবে কোনো বাণিজ্যিক প্লট নেই।

লক্ষ্ণৌতে বিপুলকান্দ এলাকায় রয়েছে তার ২৭২ বর্গমিটার এলাকায় নিজের বাড়ি। এই জমি তিনি ১৯৯৭ সালে ৩.৬ লাখ রুপিতে কিনেছেন। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগে মামলা নেই।

এভিডেভিট অনুযায়ী রাজনাথ সিংয়ের ২০১৭-১৮অর্থ বছরে বার্ষিক আয় ছিল ১৯ লাখ রুপি। ২০১৬-১৭ অর্থবছরে এ আয় প্রায় শতকরা ৪৫ ভাগ বৃদ্ধি পেয়েছে ।