নারী দিবসে কলেজ ছাত্রী আরিফার আত্মহত্যা মাটিরাঙায়

খাগড়াছড়ি : নারী দিবসের প্রথম প্রহরে সহপাঠীর ইভটিজিং-এর শিকার কলেজ ছাত্রী আরিফা বেগম (১৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খাগড়াছড়ি জেলার তবলছড়ি গ্রীণহিল কলেজের ১ম বর্ষের ছাত্রী আরিফা।

তাইন্দং মাইজপাড়ার মৃত আবিদ আলীর মেয়ে আরিফা। বুধবার (৮ মার্চ) সকাল পৌণে ৮টার দিকে নিজবাড়ীর পিছনের কাঠাল গাছ হতে আরিফার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরিফার পরিবারের অভিযোগ ইভটিজিং শিকার হয়ে অপমান অপদস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় কলেজ ছাত্রী আরিফা। এ ব্যাপারে তবলছড়ি তদন্ত্র কেন্দ্রে সাধারণ ডায়েরি (১৮৭) রুজু করা হয়েছে।

কলেজ ছাত্রী আরিফার ভাই আমান হোসেন পোদ্দার জানান, ভোর ৪টার দিকে ঘরের বাহিরে আসলে কাঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা যায় বোনের লাশ। পরে পুলিশকে খবর দিলে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বারের সহযোগিতায় লাশ উদ্ধার করে পুলিশ সুরতহাল তৈরি করে।

তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জানান, আরিফা বেগমের ভাবী আমেনা বেগম এর ফুফুর দেবরের ছেলে ও একই কলেজের ২য় বর্ষের ছাত্র মো. হুসাইন এর সাথে আরিফার বেশ কিছুদিন যাবত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ মার্চ কলেজের মধ্যে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে ঝগড়া হয়। হয়তো ওই ঝগড়া থেকেই অপমান অপদস্ততার কারনে আরিফা আত্মহত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ।

এ বিষয়ে মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন টিটো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি ইভটিজিং নহে, প্রেমঘটিত।

শেয়ার করুন