সাংবাদিক লাঞ্ছিত করার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

ইয়াং জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবে অভিনেত্রী শমী কায়সার কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত করার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সুনামগঞ্জ ইয়াং জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : ২০২০ থেকে বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ ৭!

অভিনেত্রী শমী কায়সার কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, জাতীয় প্রেসক্লাবের মতো একটি স্থানে চোর সন্দেহে সাংবাদিকদের দেহ তল্লাশী করা ও আটকে রাখা ধৃষ্টতার সামিল। যা সাংবাদিক মহলকে অপমানিত করেছে। সাংবাদিক পরিবারের সন্তান হয়ে সায়বাদিকদের মিথ্যা অপবাদ দিয়ে শমী কায়সার যে নির্লজ্জতা দেখিছেন তা কখনও মেনে নেয়া যায় না। অভিনেত্রী শমী কায়সারকে অবিলম্বে ভুল স্বীকার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রয়োজন হলে সাংবাদিকদের পক্ষ থেকে মানহানির মামলা করারও ঘোষণা দেন তারা।

ইয়াং জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আশিকুর রহমান পীরের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শহীদনুর আহমেদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, সহ সভাপতি আবেদ মাহমুদ চৌধুরী, ইন্ডিপেন্ডেট টেলিভিশনের জেলা প্রতিনিধি জাকির হোসেন, ইয়াং জার্নালিষ্ট
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুজেল আহমদ প্রমুখ।