মতবিনিময় সভায় কাউন্সিলর গিয়াস উদ্দিন
প্রকৃতি ঘেরা চট্টগ্রামকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে সবাইকে

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের সাথে মতবিনিময় সভায় কাউন্সিলর গিয়াস উদ্দিন

চট্টগ্রাম : প্রকৃতির অপরূপ লীলাভূমি চট্টগ্রাম। এই অনন্য সৌন্দর্য আমরা তখনই অনুভব করি, যখন আমরা বিদেশে যাই। এতো সবুজ, অপরূপ শোভায় চট্টগ্রামের মতো অত্যন্ত মায়াবী স্নিগ্ধ প্রকৃতি খুব কম দেশেই আছে। আর সেই প্রকৃতি ঘেরা চট্টগ্রামকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে সবাইকে।

আরো পড়ুন : মির্জা ফখরুলের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
আরো পড়ুন : দুদকের মামলা ইয়াবা অধিপতি সাইফুল করিমের বিরুদ্ধে

রোববার সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কস্থ টিসিজেএ মিলনায়তনে চট্টগ্রামে কর্মরত টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের সাথে মতবিনিময় কালে চট্টগ্রাম মহানগরীর বাগমনিরাম ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন এসব কথা বলেন।

এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, এনামুল হক, রনি দাশ, শামশুল আলম বাবু, অমিত দাশ, দপ্তর সম্পাদক বাসু দেব, সুমন গোস্বামী, এমরাউল কায়েস মিটু, মোঃ হাসান উল্ল্যাহ, মোঃ ফরিদ উদ্দীন, সনজীব দে বাবু, মোহাম্মদ আলমগীর, মোঃ আশরাফুল আলম চৌধুরী, সৈয়দ আসাদুজ্জামান লিমন, মোঃ সেলিম উল্ল্যাহ, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নুর জামাল আতিক, সাইমুন আল মুরাদ।

শেয়ার করুন