মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

খাগড়াছড়ি : জেলার মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ঘটনার ১২
ঘন্টা না পেরুতেই জেলা প্রশাসকের পক্ষে আর্থিক সহায়তা নিয়ে হাজির হলো উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

রোববার (১৯ মে) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ মাটিরাঙ্গা হাসপাতাল কমপ্লেক্সে গিয়ে নিহত আয়েশা খাতুনের স্বামী মো: আব্দুল খালেকের হাতে অনুদানের চল্লি­শ হাজার টাকা প্রদান করেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বজ্রপাতে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

আরো পড়ুন : দুই ছিনতাইকারী আটক চট্টগ্রামে
আরো পড়ুন : বজ্রপাতে মা-ছেলের মৃত্যু মাটিরাঙ্গায়

এ সময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শামছুদ্দিন ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: খায়রুল আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলী আকবর ও তাইন্দং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার ভোররাতে আকস্মিক বজ্রপাতে আয়েশা খাতুন ও আব্দুল মমিন নামে মা ও ছেলে নিহত হয়। এ ঘটনায় একই পরিবারের দুইজনসহ তিনজন আহত হয়।