
চট্টগ্রাম : নগরীর পলোগ্রাউন্ড এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী নিহত হয়েছে।ছিনতাইকারীদের ছোড়া গুলিতে দুই পুলিশ সদস্যও আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে পলিয়ে গেছে আরো তিন ছিনতাকারী।
রোববার (১৯ মে) রাত ১১টার দিকে টাইগার পাস পলোগ্রাউন্ড এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. মহসিন। তিনি বলেন, বিভিন্ন থানায় নিহত মনসুরের (৩৮) বিরুদ্ধে ছিনতাইসহ মোট আটটি মামলা রয়েছে।
আরো পড়ুন : মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আরো পড়ুন : চট্টগ্রামে ছয় বাণিজ্যিক ব্যাংক শাখায় মিলবে নতুন নোট
ওসি বলেন, “পলোগ্রাউন্ড এলাকায় কিছু ছিনতাইকারী অবস্থান করছে_এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মনসুরকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানেই তার মৃত্যু হয়।”
ঘটনাস্থল থেকে একটি এলজি, চার রাউন্ড কার্তুজ ও ছিনতাইকারীদের ব্যবহৃত একটি সিএনজি অটো রিকশা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।