বিবৃতিতে রিয়াজ হায়দার চৌধুরী
শিক্ষকের গায়ে কেরোসিন দেয়ার ঘটনা উদ্বেগজনক

চট্টগ্রাম : ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন দেয়ার ঘটনায় ইউএসটিসি কর্তৃপক্ষের ভুমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পেশাজীবী-নাগরিক-সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী।

আরো পড়ুন : সিভাসু সিন্ডিকেট অধিবেশনে সাড়ে ৪২ কোটি টাকার বাজেট অনুমোদন
আরো পড়ুন : মিরসরাই অটিজম সেন্টারের যাত্রা শুরু

চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী ইউএসটিসি’র অধ্যাপক মাসুদ মাহমুদের গায়ে কেরোসিন দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, একজন শিক্ষককে প্রকাশ্যে হামলা বা হত্যা চেষ্টার বিষয়ে ইউএসটিসি কতৃপক্ষ অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। যা অত্যন্ত উদ্বেগজনক। ছাত্র সংঘর্ষ কিংবা রাজনৈতিক বিরোধের হামলার অনেক ঘটনাতেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নজির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রয়েছে।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ওই পেশাজীবী নেতা প্রশ্ন রেখে বলেন, “তদন্ত কমিটি গঠনই কি একমাত্র পথ ? তদন্তের স্বার্থেও অভিযুক্ত হামলাকারী ছাত্রদের ছাত্রত্ব সাময়িকভাবে হলেও স্থগিত বা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাতিল করা যেত না?-এই প্রশ্নটি আসাটা খুব স্বাভাবিক, কেননা একজন প্রবীণ শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে তদন্ত কমিটি কতৃক ঘোষিত হলেও মিথ্যা অভিযোগ আনার দায়ে অভিযোগকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নি। এর রহস্য গভীর।

শেয়ার করুন