ভারি বর্ষণে পাহাড়ধস: শিশুসহ দুইজন নিহত চন্দ্রঘোনায়

চন্দ্রঘোনায় পাহাড়ধস: শিশুসহ নিহত ২

রাঙ্গামাটি : জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় পাহাড় ধসের ঘটনায় মাটিচাপা পড়ে এক শিশুসহ দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চন্দ্রঘোনার কলাবাগান মালিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-তাহমিনা বেগম (২৫) ও উজ্জ্বল মল্লিক (৩)। রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : সীতাকুণ্ডে ইপসার মাইক্রোফাইন্যান্স অফিসে দুর্ধর্ষ চুরি
আরো পড়ুন : পানি থৈ থৈ চট্টগ্রামে ভাসছে বিন্দু বিন্দু সুখ-দুঃখ

জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, পাহাড় ধসে মাটিচাপা পড়ে উজ্জ্বল মল্লিক নামে এক শিশু নিহত হয়। একই ঘটনায় নিখোঁজ ছিলেন তাহমিনা বেগম নামে এক নারী। পরে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের আশঙ্কায় সবাইকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যেতে আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন।