উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় বর-কনেসহ মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত

দুর্ঘটনার শিকার মাইক্রোবাস

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অরক্ষিত রেলক্রসিং এ ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা নয় যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি অরক্ষিত রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায় নি।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার বলেন, উল্লাপাড়া থেকে আসা বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস বেতকান্দি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে অন্তত আধা কিলোমিটার পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা নয় যাত্রী মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পাথর ছুড়ে এবং ট্রেনটিকে প্রায় আধঘণ্টা রেললাইনে আটকে রাখে। উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে দিয়। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

শেয়ার করুন