
সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পারাপারের সময় বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় মোহাম্মদ সফি (৪০) নামে রং মিস্ত্রি নিহত হয়েছে। সে নকর্ণফুলী থানার চরলক্ষ্যা গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে।
শনিবার (২০ জুলাই) দিবাগত রাত পৌণে ১২ টায় ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার সীমা রুলিং মিলস এর সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
আরো পড়ুন : প্রিয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আরো পড়ুন : ছেলেধরা সন্দেহে অভিভাবককে গণপিটুনি, ৫শ জনের বিরুদ্ধে হত্যা মামলা
জানা যায়, নিহত সফি একটি দরজার দোকানের রং মিস্ত্রি। কাজ শেষে হোটেলে ভাত খেতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে চট্টগ্রামমুখী এক প্রাইভেট কার (ঢাকা মেট্টো য়-০০-০৫৮৮) তাকে ধাক্কা দিলে ঘটনারস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে সে বানুরবাজার এলাকায় ফার্নিসার দোকানে রং মিস্ত্রি হিসেবে কর্মরত ছিল।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে হাজির হয়ে লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। প্রাইভেট কারটি আটক করা হয়েছে।