
কক্সবাজার: টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মাদক কারবারী মোহাম্মদ হোসেন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত তিন পুলিশ সদস্য। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ইয়াবা।
রবিবার (২১ জুলাই) গভীর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মৃত আনু মিয়ার পুত্র। তিনি চিহ্নিত মাদক কারবারী বলে দাবী করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, রাতে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল টিম উপজেলার হোয়াইক্যং পশ্চিম সাত ঘরিয়া পাড়া এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় এএসআই ওয়াহিদ উল্লাহ, কনস্টেবল সজিব সরকার ও মনির হোসেন আহত হয়। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে মাদক কারবারীরা পিছু হঠে। এসময় মোহাম্মদ হোসেন গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঘটনাস্থল হতে দেশীয় তৈরী ২টি অস্ত্র, ১১ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ হাজার ইয়াবাসহ গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, লাশ ভোরে মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় পৃথকভাবে মামলা প্রক্রিয়া চলছে।