ইউপি চেয়ারম্যান-মেম্বাররা ইয়াবা ‘ব্যবসায়’ জড়িত!

পুলিশ সুপার ‍নুরে আলম মিনা। ফাইল ছবি

চট্টগ্রাম : জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার ‍নুরে আলম মিনা বলেছেন- ‘অতি সম্প্রতি ইয়াবার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমরা বাইনেমে একটা তালিকা পেয়েছি। এতে ইয়াবা নিয়ে চার-পাঁচ ধরণের তালিকা আছে। যেমন-কারা ইয়াবা ব্যবসা করছে, কারা গ্রহণ করছে, কারা বহন করছে, কারা পৃষ্ঠপোষকতা করছে তাদের নাম রয়েছে। চট্টগ্রামের এক-দুটি উপজেলা ছাড়া বাকি উপজেলাগুলোর নাম আছে। সেই তালিকায় অনেক বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও পৌর কাউন্সিলরের নামও রয়েছে।তারা হয় ইয়াবা ব্যবসা করেন, না হয় এর পৃষ্ঠপোষকতা করেন।’

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ বিভিন্ন পর্ষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নুরে আলম মিনা বলেন, সবচেয়ে বেশি ইয়াবা আসছে বাঁশখালী, সাতকানিয়া, আনোয়ারা, লোহাগাড়াসহ কয়েকটি উপজেলা দিয়ে। এর মধ্যে আনোয়ারায় নদীপথে আসছে।ইয়াবা ব্যবসায়ীদের ধরাটা খুব টাফ। তাই এটি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত নাফ নদীতে জেলেদের মাছ ধরা বন্ধ করতে পারলে ইয়াবা আসা প্রায় বন্ধ হয়ে যাবে। এসব জেলেদের মাধ্যমে বেশিরভাগ মায়ানমার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে ঢুকে। তাদের যদি ওই এলাকায় মাছ ধরা বন্ধ করে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ও পশ্চিম দিকে মাছ ধরতে বলা হয় তাহলে ইয়াবা আর আসবে না।’

শেয়ার করুন