বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

কক্সবাজার: বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান এবং বনজ ও ফলজ বৃক্ষমেলা শুরু হয়েছে।

রোববার (২৮ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সাংসদ সাইমুম সরওয়ার কমল।

জেলা প্রশাসক মো: কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাজাহান আলি, জেলা আওয়ামী লীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক-মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার বিভাগীয় দক্ষিণ বন কর্মকর্তা মো: হুমায়ুন কবির, কক্সবাজার বিভাগীয় উত্তর বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ, কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আ.ক.ম শাহরিয়ার ও সহকারি বন সংরক্ষক সোহেল রানা প্রমুখ।

পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দানে চলমান মেলায় বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোলাম আলীর কোর্ট হিল নার্সারি, মফিজুর রহমানের রোজ গার্ডেন, শাহজাহানের কক্সবাজার নার্সারি, রামু রশিদনগর নতুন বাজারের মোজাম্মেল হকের সুন্দরবন নার্সারিসহ প্রায় ৩০টি স্টল বসেছে। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ চারা।